শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

স্বৈরাচারী সরকার দেশকে একঘরে করছে : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পদযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে অর্বাচীনে পরিণত করেছে। তারা দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকার আন্তর্জাতিক পর্যায়ে কোথাও মর্যাদাপূর্ণ স্বাধীন অবস্থান গ্রহণ করতে পারছে না। অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার সমর্থন জোগাড় করতে গিয়ে সরকার দেশের মর্যাদা ধুলায় বিসর্জন দিয়েছে।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির ডাকে গতকাল বিকালে নগরীর পুরানা পল্টন মোড় থেকে গুলিস্তান হয়ে নবাবপুর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী আঞ্চলিক জোট সার্ককে অকার্যকর ও মৃতপ্রায় করা হয়েছে। অন্যদিকে সার্কের বিপরীতে গড়ে ওঠা আঞ্চলিক জোট ও সহযোগিতা গোষ্ঠীগুলোতে বাংলাদেশের ন্যূনতম অবস্থান নেই। একাত্তরের মুক্তিযুদ্ধের মতো মহান জনযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশের এমন করুণ পরিণতির দায় বর্তমান সরকারের। এ সরকারের হাত থেকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করা জরুরি। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার ও দেশের মর্যাদা সমুন্নত করা হবে।

সর্বশেষ খবর