শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তথ্যের ঘাটতিতে ইউনূসের পক্ষে খোলা চিঠি

কূটনৈতিক প্রতিবেদক

তথ্যের ঘাটতিতে ইউনূসের পক্ষে খোলা চিঠি

ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে তথ্যের ঘাটতির কারণে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা বিবৃতি দিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ইন্দোনেশিয়া সফর উপলক্ষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি এ সময় আরও বলেন, নির্বাচন নিয়ে আমরা কোনো চাপে নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো চাপ মনে করি না। আমরা মনে করি, এখানে তথ্যগত ঘাটতি আছে। বড় নেতাদের হয়তো কেউ বলেছে, বাংলাদেশ এ রকম নামিদামি লোককে হয়রানি করছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো তাঁরা বিবৃতি দিয়েছেন। এখানে বোধহয় তথ্যের ঘাটতি আছে, অজ্ঞতার কারণ আছে। অনেকে মনে হয় মনে করছেন রাজনৈতিক কারণে কিংবা অন্য কোনো কারণে হয়রানি করা হচ্ছে। কিন্তু আমরা যতদূর জানি, মামলাগুলো সরকার করেনি। আমরা আশা করব যে যাঁরা চিঠি লিখেছেন, তাঁরা বিষয়টা আরও জানবেন এবং তাঁরা যদি জানতে চান, তাহলে আমরা অবশ্যই তথ্যগুলো পৌঁছে দেব। তিনি বলেন, আমরা নিজ উদ্যোগে এর ওপর কোনো মন্তব্য করব না। এগুলো আইনি বিষয়। আমরা কোনো মন্তব্য করতে চাই না। মন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি একজন বিখ্যাত নোবেল লরিয়েট হিসেবে। তিনি আমাদের জন্য সম্মান নিয়ে এসেছেন। বড় বড় বিদেশি নেতারা যদি আমাদের বলেন, মামলা তুলে নাও, এটি আমাদের পক্ষে সম্ভব নয়। নির্বাচনের সময়ে পশ্চিমা বিশ্বের চাপ আছে, এ অবস্থায় জি২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের এজেন্ডা ঠিক হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারপ্রধানের অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলো শেষ মুহূর্তে ফাইনালাইজড হয়। অবশ্যই তাদের বৈঠকের সম্ভবনা আছে।

ঢাকা বহুমাত্রিক সমাধান খুঁজতে জি২০-এর সঙ্গে কাজ করতে চায় : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বাংলাদেশ বিশ্ব সংকটের বহুমাত্রিক সমাধান খুঁজতে জি২০ অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করার অপেক্ষায় আছে। তিনি বলেন, ‘নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ঢাকা-দিল্লি সম্পর্কের সুবর্ণ অধ্যায়ে আরও একটি পালক যোগ করবে। পররাষ্ট্রমন্ত্রী গতকাল সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘জি২০ সামিট : ঢাকা থেকে নয়াদিল্লি’ শীর্ষক আলোচনার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সর্বশেষ খবর