মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সুপার ফোরে ভারত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে ভারত। গতকাল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ১০ উইকেটে জয় পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রান করে অলআউট হয় নেপাল। বৃষ্টি বাধায় ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। ২০.১ ওভারে ১৪৭ রান করে ১০ উইকেটের জয় তুলে নেন রোহিত শর্মারা। এ জয়ে সুপার ফোর নিশ্চিত করল ভারত। নেপাল ভারতের দুর্দান্ত বোলিং লাইনের বিপক্ষে বেশ দাপুটে ব্যাটিং করে। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে আসা দলটির পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান করেন আসিফ শেখ। এ ছাড়া সোমপাল ৪৮, কুশল ৩৮, দীপেন্দ্র ২৯ ও গুলশান ২৩ রান করেন। ভারতের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া ও শার্দূল ঠাকুর। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৭৪ ও শুভমন গিল ৬৭ রান সংগ্রহ করেন। নিজেদের প্রথম ম্যাচটি খেলতেই পারেনি ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। গতকালও বৃষ্টি বাধা ছিল ম্যাচে। তবে শঙ্কা কাটিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে ভারত। এ গ্রুপে ভারত ও পাকিস্তান দুই দলের পয়েন্টই ৩ করে। তবে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে থেকেই সুপার ফোরে খেলবে পাকিস্তান।

 

সংক্ষিপ্ত স্কোর

নেপাল : ২৩০/১০, ৪৮.২ ওভার (আসিফ ৫৮, সোমপাল কামী ৪৮, কুশল ৩৮, আইরি ২৯ ; জাদেজা ৩/৪০, সিরাজ ৩/৬১, সামি ১/২৯

ভারত : ১৪৭/০ ২০.১ ওভার (রোহিত শর্মা ৭৪*, শুবমন গিল ৬৭*)

ফল : ডিএল মেথডে ভারত ১০ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : রোহিত শর্মা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর