শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘ সহকারী মহাসচিব ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সহকারী মহাসচিব ঢাকায়

চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। গতকাল তিনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেপাড়া পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নয় সদস্যদের প্রতিনিধি দল। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জেলেদের জীবনযাত্রার গল্প শোনেন তিনি। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার হরেন্দ্র মার্কেট এলাকায় অবতরণ করে। জাতিসংঘের প্রতিনিধিদল হাতিয়ার বেড়ির বাঁধ এলাকায় জেলে পরিবারগুলোর সুযোগ-সুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলে। তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার গল্প শোনে। এ সময় জেলেরা শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে বিদ্যুৎ অফিসের কনফারেন্স রুমে এসে উপজেলার সরকারি, বেসরকারি, চাকরিজীবী ও কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন ও হাতিয়ার মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে ভাসানচরের উদ্দেশে রওয়া দেন। শনিবার তিনি ঢাকায় আসেন। হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, সংক্ষিপ্ত সফরে জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নয় সদস্যদের প্রতিনিধিদল হাতিয়ায় এসে জেলেপাড়ায় জেলেদের সঙ্গে কথা বলেন। জেলেরা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে প্রতিনিধিদলকে জানান। নদী ভাঙনরোধে কাজ করার জন্য জেলেরা জানান। প্রতিনিধিদল সব কিছু শুনেছেন। এরপর তারা ভাসানচরের উদ্দেশে রওনা করেন। ইউএনডিপি জানায়, বাংলাদেশ সফরকালে কান্নি ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি শরণার্থী শিবিরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির প্রভাব প্রত্যক্ষ করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি এ অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, শ্রীলঙ্কান নাগরিক কান্নি জাতিসংঘের সহকারী মহাসচিব ছাড়াও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

 

সর্বশেষ খবর