বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুধু লাশ আর লাশ

প্রতিদিন ডেস্ক

ভয়াবহ বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডারনা বিরানভূমিতে পরিণত হয়েছে। মঙ্গলবারের ওই বন্যায় কমপক্ষে ৫ হাজার ৩০০ মানুষ মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ১০ হাজার। অন্তত তিনটি বাঁধ ভাঙায় পুরো এলাকায় মহাপ্রলয়ের সৃষ্টি হয়। লিবিয়ার পূর্বাঞ্চলীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবু লামোসা রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বলেছেন, সেখানে নিহতের সংখ্যা কমপক্ষে ৫ হাজার ৩০০। ভূমধ্যসাগরীয় ঝড় ডানিয়েল পুরো এলাকাকে মৃত্যুপুরী বানিয়ে ফেলেছে। এমনিতেই দেশটি কমপক্ষে এক দশকের গৃহযুদ্ধ, বিশৃঙ্খল অবস্থার কারণে বিপন্ন। তার ওপর এতবড় আঘাতে জীবনযাত্রা ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। গত ৪ সেপ্টেম্বর গ্রিস উপকূলে ভূমধ্যসাগরের ওপর তৈরি হয়েছিল ঝড় ‘ড্যানিয়েল’। যার পর রেকর্ড বৃষ্টিপাত হয় গ্রিসে। পরে তা লিবিয়ায় আছড়ে পড়ে। ১০ সেপ্টেম্বর সেখানে তীব্রতর হয় ঘূর্ণিঝড়। সঙ্গে শুরু হয় একাটানা ভারী বৃষ্টিপাত। ড্যানিয়েলের জেরে লিবিয়ার বিভিন্ন অংশে ১৫০ থেকে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে যেমন হড়পা বানের সৃষ্টি হয়েছে, তেমনই ঝড়ের তা বে আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহর মতো বেশকিছু শহর লন্ডভন্ড হয়ে যায়।

লিবিয়া মূলত দুটি সরকারে বিভক্ত। এর পূর্বে আছে খলিফা হাফতারের সরকার। পশ্চিমে আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ফলে কোনো সমন্বিত উদ্যোগ নেই দুর্গত মানুষের বাঁচাতে। বাইরের কোনো সাহায্য সহযোগিতাও মঙ্গলবার পর্যন্ত পৌঁছেনি সেখানে। ওদিকে ঝড়, বন্যায় বিধ্বস্ত লোকালয়ে যারা বেঁচে আছেন তারা জীবন বাঁচাতে আহাজারি করছেন। উপকূলীয় শহরটির কোনো রাস্তাই অবশিষ্ট নেই। হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, না হয় ধ্বংস হয়ে গেছে। টিভির ফুটেজে দেখা গেছে, একটি হাসপাতালের প্রাঙ্গণে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে কয়েক ডজন মৃতদেহ। আরেকটি ছবিতে দেখা যায়, মৃতদেহ দাফন করতে খোঁড়া হচ্ছে গণকবর। কমপক্ষে ১ হাজার ৫০০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল সন্ধ্যা নাগাদ দাফন করা হয়েছে অর্ধেককে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর