বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
বিশ্বকাপের আগে ক্রিকেটে হট্টগোল

সাকিবের নেতৃত্বে ভারত গেল দল

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের নেতৃত্বে ভারত গেল দল

বিশ্বকাপে যাত্রা করেছে বাংলাদেশ। গতকাল বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় শহর গুয়াহাটির উদ্দেশে দেশ ছাড়ে টাইগাররা। যাত্রার আগে আনুষ্ঠানিক ফটোসেশন বিমানবন্দরেই সম্পন্ন করেন সাকিব আল হাসানরা।

দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘এক্সাইটিং একটা ক্রিকেট টিম। আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়রাই বলছিলেন, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’ এরপর দেশের ক্রিকেটভক্তদের কাছে দোয়াও চেয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার, ‘বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক।।’ যে দলটা বিশ্বকাপে যাচ্ছে এটাকেই সেরা দল বলছেন সুজন। ভারতের মাটিতে ৫ অক্টোবর পর্দা উঠছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালায় টাইগারদের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। তার আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশ ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে।

সর্বশেষ খবর