শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
বিশ্বকাপের আগে ক্রিকেটে হট্টগোল

ভিডিও বার্তায় মুখ খুললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

ভিডিও বার্তায় মুখ খুললেন তামিম

ইনজুরির অজুহাতে তামিম ইকবালকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় সারা দেশেই বিতর্ক চলছে। গতকাল তামিম ইকবাল এক ভিডিও বার্তায় অনেক ঘটনাই তুলে ধরেছেন। তিনি বলেছেন, নোংরামির মধ্যে থাকতে চান না। নিজের ইনজুরির ব্যাপারটাও পরিষ্কার করেছেন তামিম।

ভিডিও বার্তার শুরুর দিকেই তামিম বলেন, ‘শেষ কয়েক দিনে যা যা লেখা হয়েছে আর আসলে যা ঘটেছে, কমপ্লিটলি ডিফারেন্ট।’ তিনি একে একে সব বিষয়ই ভক্তদের সামনে বর্ণনা করেন। তামিম ভিডিও বার্তায় জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের ইনিংস খেলার পর বিশ্বকাপে খেলার আশায় ছিলেন তিনি। শারীরিকভাবেও নিজেকে ফিট দাবি করেছেন। তামিম বলেন, ‘কাউকে কোনো সময় বলিনি আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না।’ এই কথা মিডিয়ায় কীভাবে এসেছে তাও তিনি জানেন না। ফিজিওর রিপোর্টে তামিমকে ফিট বলে ঘোষণা করা হয়েছিল বলেও দাবি করেছেন তামিম ইকবাল। শরীরে কিছুটা ব্যথা থাকলেও কোনো ইনজুরি নেই তামিমের। গত কয়েক মাসে সাত-আটটা ঘটনা ঘটেছে তামিম ইকবালের সঙ্গে। এ ঘটনাগুলোই মেনে নিতে পারছেন না তিনি। ভিডিও বার্তার শেষদিকে তামিম বলেছেন, ‘আমাকে সবাই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’

সর্বশেষ খবর