শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

উন্নয়নে একযোগে কাজ করতে হবে

প্রতিদিন ডেস্ক

উন্নয়নে একযোগে কাজ করতে হবে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমতনির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ কেমন হবে’- এর ওপর নির্মিত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী উপভোগ করেন। খবর বাসস। সবার উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, এমন কিছু করা উচিত হবে না যার ফলে দেশ ও জনগণ আবারও পিছিয়ে পড়ে। ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, পরমতসহিষ্ণুতা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে সবাইকে এগিয়ে যেতে হবে। রাষ্ট্রপ্রধান শিশুদের আগামী দিনের ‘স্মার্ট বাংলাদেশের দক্ষ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক দেশপ্রেমিক ও ‘স্মার্ট নাগরিক’ হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন।

শিশু-কিশোরদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, এখন আমাদের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা যেখানে সব ধরনের কাজ, সেবা, আর ব্যবস্থাপনা বিশ্বমানের ও স্মার্ট প্রযুক্তি নির্ভর। ভবিষ্যৎ প্রজন্মকে সময়োপযোগী জ্ঞান আহরণ এবং সেটা হাতে-কলমে বাস্তবায়নের চেষ্টা করার উপদেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, তোমাদের এখন থেকেই শিখতে হবে হতে হবে অপ্রতিরোধ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং এই মাহেন্দ্রক্ষণে দেশের সব শিশু-কিশোরকে আন্তরিক স্নেহ ও শুভেচ্ছা জানান।

সর্বশেষ খবর