শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
আসাদুজ্জামান খান

আমেরিকার নিজস্ব ব্যাপার ভিসানীতি

নওগাঁ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আমেরিকা আগে চাইলেই কি সবাইকে ভিসা দিয়ে দিত? দিত না তো! কাজেই ওদের ভিসানীতি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যাবে। আমাদের কর্মকাণ্ড চলছে স্বাভাবিকভাবেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট আছে। আমেরিকার ভিসানীতির প্রভাব সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, তাদের দেশের ভিসানীতি আমাদের এখানে কেন প্রভাব ফেলবে? তারা কাকে যেতে দেবে, কাকে দেবে না এটা তাদের ব্যাপার। তারা তো বলেনি অমুক দল, অমুক সংগঠনকে যেতে দেবে না। তিনি আরও বলেন, তারা কাকে যেতে দেবে, না যেতে দেবে এটা সব সময় তারা নিয়ন্ত্রণ করে। এখন হয়তো আরেকটু বেশি নিয়ন্ত্রণ করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমজদার, তিনজন সংসদ সদস্য- শহিদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলাল ও ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

সর্বশেষ খবর