বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না : ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

যত বড় নেতাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ওয়ারেন্ট থাকলেই গ্রেফতার করা হবে। আইন নিজস্ব গতিতে চলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গ্রেফতার হওয়ার পর গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট আছে লক্ষ্মীপুর থানায়। জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। পাশাপাশি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। দুটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ওয়ারেন্টের কথা এ্যানীকে থানা পুলিশ বারবার জানিয়েছিল কিন্তু তিনি হাজির হননি। এ্যানীকে গ্রেফতারের মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ মে ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ১০-১৫ হাজার নেতা-কর্মী পদযাত্রা শেষে চলে যাচ্ছিলেন। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা দেন। এ ছাড়া পুলিশের ওপর আক্রমণ, সরকারকে উৎখাত ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকান্ড শুরু করেন। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। যাতে পুলিশ কর্মকর্তা ও ফোর্স গুরুতর আহত হন।

সর্বশেষ খবর