বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম বেড়েছে সব দেশে

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম বেড়েছে সব দেশে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বময় যখন অর্থনৈতিক মন্দা এবং প্রবৃদ্ধি নিচের দিকে যাচ্ছে, সেখানে বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে আমাদের প্রবৃদ্ধি বেশি হবে, এটি আইএমএফের রিপোর্ট। এ রিপোর্টের পর মির্জা ফখরুল সাহেব বা বিএনপি নেতারা কী বলেন জানার অপেক্ষায় আছি।

গতকাল সচিবালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আইএমএফের সাম্প্রতিক প্রতিবেদন উল্লেখ করে চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধি আগের ৩.৫% থেকে কমে ৩% এবং ২০২৪ সালে আরও কমে ২.৯% হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নামবে না এবং ২০২৮ সালে ৭% হবে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চলমান মন্দার মধ্যেও আমাদের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক কথা হয়, কিন্তু পৃথিবীর সব দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। সরকার নানা ধরনের প্রণোদনা দিয়ে কষ্ট লাঘবের চেষ্টা করছে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নিত্যপণ্যের ঘাটতি ঘটেনি। ইউরোপ-আমেরিকায় নিত্যপণ্যের ঘাটতি ঘটেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সুপার মলে অনেক দিন ১ লিটারের বেশি তেল এবং ৬টার বেশি ডিম কিনতে দেওয়া হয়নি। করোনার মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল, তার মধ্যে আমাদের অবস্থান তৃতীয়। বিএনপি নেতা এ্যানীকে গেফতারের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরূপ মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেব কি বলতে চাচ্ছেন কারও বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলেও তাকে গ্রেফতার করা যাবে না। ওয়ারেন্ট থাকলে তো আওয়ামী লীগ নেতাও গ্রেফতার হয়। এর আগে বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে উপদেষ্টা আজিজুল ইসলাম ভূঁইয়া, শরিফ সাহাবুদ্দিন, বেলায়েত হোসেন, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্যসচিব ফারুক আহমেদ তালুকদারসহ অন্যরা মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের মর্যাদা রক্ষা এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার জন্য ভুঁইফোড় পত্রিকা এবং অবৈধ আইপি টিভি বন্ধ করা একান্ত প্রয়োজন। সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন সভায় ফোরামের দাবি-দাওয়া উপস্থাপন করেন।  তথ্যমন্ত্রী সম্পাদক ফোরামের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেন এবং গণমাধ্যমের সহযোগিতা চান।

সর্বশেষ খবর