বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সব দেশেই সাংবাদিকতা পেশায় ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সব দেশেই সাংবাদিকতা পেশায় ঝুঁকি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, পৃথিবীর সব দেশেই সাংবাদিকতা পেশায় ঝুঁকি আছে, এ ঝুঁকি বাংলাদেশেও আছে, একই ঝুঁকি সিভিল সোসাইটির ক্ষেত্রেও আছে। তার পরও সর্বোচ্চ পেশাদারির সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমি আশা করি বাংলাদেশের সংবিধানে স্বাধীন মতপ্রকাশের যে অধিকার আছে তা নিশ্চিত করা হবে। তাতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে। সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে কাজ করতে পারলে ঝুঁকি অনেক কমে আসবে। গতকাল ইউনেস্কো ঢাকা অফিস ও টিআইবির উদ্যোগে চট্টগ্রামের সাংবাদিকদের নিয়ে ‘অনুসন্ধানী সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার-ইন-চার্জ ড. সুসান ভাইজ। উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহসমন্বয়ক জাফর সাদিক, ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অফিসার নূরে জান্নাত প্রমা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন অনুসন্ধানী সাংবাদিক মোহা. বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু)।

সর্বশেষ খবর