বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
বিএনপি নেতা এ্যানী রিমান্ডে

চোর-ডাকাতকেও মানুষ এভাবে মারে না বললেন আদালতে

আদালত প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি থানায় করা পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম রিমান্ডের এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এ সময় এ্যানী কিছু বলবেন কি না জানতে চান বিচারক। তখন মধ্যরাতে বাসার দরজা ভেঙে গ্রেফতারের পর থানায় মেঝেতে ফেলে বেধড়ক পেটানো হয়েছে বলে আদালতের কাছে অভিযোগ করেছেন তিনি। নির্যাতনের কথা বলতে গিয়ে আদালতের সামনে কেঁদে কেঁদে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, চোর-ডাকাতকেও এভাবে কেউ মারতে পারে না। তিনি আদালতকে আরও বলেন, আমি দুবার সংসদ সদস্য ছিলাম। ছাত্ররাজনীতি করে আমি আজ এ পর্যায়ে। গতকালও (মঙ্গলবার) তো আমি জাতীয় প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি। সেখান থেকেও তো আমাকে পুলিশ গ্রেফতার করতে পারত। সেটি না করে পুলিশ কেন মধ্যরাতে আমার বাসায় অভিযান চালাল? তার বাসায় ভাঙচুর করা হয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা আদালতকে বলেন, বাসায় আমার বাচ্চা ছিল। দরজা ভেঙে টেনেহিঁচড়ে গ্রেফতার করা হয়েছে। আমি তো চোরও না, ডাকাতও না। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে পুলিশ বেধড়ক পিটিয়েছে। আমি এর বিচার চাই। পরে আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদসহ অন আইনজীবীরা। শুনানিতে আইনজীবীরা আদালতে বলেন, ঘটনার দিন এ্যানী ‘অন্য মামলায় আদালতে হাজির ছিলেন’। ঘটনাস্থলে তিনি ‘ছিলেন না’। এ বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।

মামলা সূত্রে জানা গেছে,  বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে পুলিশের ওপর আক্রমণ ও পরিবহন ভাঙচুরের অভিযোগে এ্যানীকে তার ধানমন্ডির বাসা থেকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর