বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
পুলিশি নির্যাতন

রায়হান হত্যার সাক্ষ্য শেষ হয়নি তিন বছরেও

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামে যুবক নিহতের আলোচিত ঘটনার তিন বছর পার হয়েছে। গতকাল ছিল রায়হান হত্যাকান্ডের তিন বছর। এ দীর্ঘ সময়েও শেষ হয়নি মামলার সাক্ষ্য গ্রহণ। আসামিপক্ষ মামলার বিচার কার্যক্রম বিলম্বিত করতে নানা টালবাহানার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বিগ্ন নিহতের পরিবার। দ্রুত বিচার নিষ্পত্তির দাবি জানিয়েছেন তারা। বাদীপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়হান হত্যা মামলার ৬৯ সাক্ষীর মধ্যে ৫৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর মামলার আসামি কনস্টেবল হারুন অর রশিদের আইনজীবী ২৭ সাক্ষীকে নতুন করে জেরা করার আবেদন জানান আদালতে। উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে বিচারক সাতজন সাক্ষীকে পুনরায় জেরা করার অনুমতি দেন। সর্বশেষ মঙ্গলবার এক সাক্ষীকে নতুন করে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আজ পুরনো সাক্ষীদের পুনরায় জেরার তারিখ ধার্য রয়েছে। পুরনো সাত সাক্ষীর পুনরায় জেরা শেষ হলে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট, ময়নাতদন্তকারী চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্য গ্রহণ। বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি নওশাদ আহমদ চৌধুরী জানান, আসামিরা নানানভাবে বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছেন। এক আসামি নতুন করে সাক্ষীদের জেরার আবেদন করেছেন। আরেকজন উচ্চ আদালতে মামলা স্থগিতের ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। এতে ন্যায়বিচার বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দেয়। নিহত রায়হানের মা সালমা বেগম জানান, হত্যা মামলা থেকে রক্ষা পেতে প্রধান আসামি এসআই আকবর হোসেনসহ অন্য আসামিরা শুরু থেকেই নানা অপচেষ্টা চালাচ্ছে। আলামত নষ্টের মতো গুরুতর অপরাধ করেও আসামি হাসান জেল থেকে বেরিয়ে গেছে। আকবরও জামিনের চেষ্টা করছে। সে জামিন পেলেই দেশ ছেড়ে পালাবে। সালমা বেগম ছেলে হত্যার সঙ্গে জড়িত সব আসামির ফাঁসির দাবি জানান। প্রসঙ্গত, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে নগরের আখালিয়ার নেহারীপাড়ার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে আনে পুলিশ। ১০ হাজার টাকা উৎকোচের জন্য ভোর পর্যন্ত তাকে নির্যাতন করা হয়। সকাল ৬টায় তাকে ফাঁড়ি থেকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৭টা ৫০ মিনিটে রায়হান হাসপাতালে মারা যান।

সর্বশেষ খবর