শিরোনাম
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যেভাবে পালন হবে ঢাকায় শব্দহীন এক মিনিট

নিজস্ব প্রতিবেদক

শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ১৫ অক্টোবর ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে। কীভাবে এটি বাস্তবায়ন হবে সেই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। গতকাল মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব বলেন, সকাল ১০টায় শুরু করে এক মিনিট আমরা শব্দহীন থাকব। এ সময় ঢাকাবাসীকে কোনো প্রকার শব্দ সৃষ্টি না করার আহ্বান জানান। ওইদিন ঢাকার ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ কর্মসূচি থাকবে এবং মন্ত্রী, উপমন্ত্রীসহ সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া সচেতনতার বার্তা দিতে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানারসহ উপস্থিত থাকবেন।

তারা গাড়ি চালকদের মধ্যে শব্দসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ এবং হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানাবেন। তিনি বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছি। দুই দিন ঢাকাবাসীর মোবাইলে মেসেজ দেব। গণমাধ্যমে প্রচার করব। সংবাদ সম্মেলন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর