বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রাজনৈতিক সমঝোতার আহ্বান ইসি আনিছুরের

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক সমঝোতার আহ্বান ইসি আনিছুরের

রাজনৈতিক দলগুলোকে ‘জনগণ ও দেশের কথা ভেবে’ সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। প্রধান দুই রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থানে অনড় থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সমঝোতার আশা ছাড়ছেন না তিনি। অবশ্য সমঝোতা হোক বা না হোক, জানুয়ারির মধ্যে ভোটের আয়োজন করতেই হবে জানিয়ে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতির কথাও বলেছেন। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার। আনিছুর রহমান বলেন, দলগুলোরও জনগণ ও দেশের কথা বিবেচনা করে সমাধানের পথ খুঁজে বের করা উচিত। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি কী হবে না হবে, তা কেউ বলতে পারছি না। কাজেই আমরা চাই, আশা করি একটা ভালো পরিবেশ হবে।’ আনিছুর রহমান বলেন, ‘এখন তো আমাদের আর সেই সময় নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমঝোতার দিকে যাক দেশ ও জাতি তা চিন্তা করে। আমরা কেউ পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। কাজেই এগিয়ে যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা সবারই দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও বেশি। কারণ তারাই ভোটের মাঠে থাকবে। কাজেই তাদের জনগণ ও দেশের কথা চিন্তা করা উচিত।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের এখনও বেশ সময় আছে। তফসিল দেওয়ার আরও সময় সামনে আছে। আমরা তো এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি দেখছি না যে আমাদের সামনে কোনো বাধাবিপত্তি আছে। সামনে বড় ধরনের কোনো বাধা দেখছি না। বাধা যেটা সেটা আপনারাও জানেন, সবাই আমরা জানি যে রাজনৈতিক পরিস্থিতি; সেটায় সমঝোতা একটা হতেও পারে, আবার নাও হতে পারে। তখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেব। আশা করি নভেম্বরের যে কোনো একটি সময়ে তফসিল দিয়ে দেব। নির্বাচনি সামগ্রী প্রস্তুত রাখা হচ্ছে। যাতে মাঠ পর্যায়ে প্রক্রিয়া শুরু করা যায় সে লক্ষ্যে কাজ করছে ইসি।’

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘আমরা আমাদের কাজ করে যাচ্ছি। নির্বাচনি সামগ্রী পাঠানো থেকে শুরু করে নির্বাচনের সবকিছু এগিয়ে রাখছি। সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। যখন নির্বাচনে বাধা সৃষ্টি হবে তখনই আমরা সে সম্পর্কে বলতে পারব। এ মুহূর্তে কিছু বলার নেই।’

ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো নানা ধরনের সমাবেশের মধ্যে মাঠ উত্তাপ রাখছে। আন্দোলন কর্মসূচিরও ইঙ্গিত আসছে। এমন পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সমঝোতার আশার কথা জানান তিনি। আনিছুর রহমান বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি কী হবে না হবে, তা কেউ বলতে পারছি না। কাজেই আমরা চাই, আশা করি একটা ভালো পরিবেশ হবে। পরিস্থিতি ভালোমন্দ যেটাই হোক, তখন কিন্তু আমাদের একার কিছু করার থাকবে না। সে ক্ষেত্রে ভোটার উপস্থিতি, ভোটারের নিরাপত্তার জন্য রাজনৈতিক দলগুলোরও এগিয়ে আসতে হবে। যদি সমঝোতা হয় তাহলে পরিস্থিতি এক রকম হবে আর সমঝোতা না হলে অন্যরকম। সেটি নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর।’ এখনই কিছু আগ বাড়িয়ে মন্তব্য না করে ‘যেইটাই বলুক পরিস্থিতির উন্নতি হোক’ এটাই আমরা আশা করি, উল্লেখ করেন তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, ‘পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে এক রকমের আর ভালো না থাকলে তখন সার্বিকভাবে সব নিরাপত্তারই একটা ব্যবস্থা করতে হবে। ভোটার, নির্বাচনি সামগ্রী, ভোট গ্রহণ কর্মকর্তাসহ সামগ্রিক বিষয়ে ব্যবস্থাটার মধ্যে আসতে হবে। এ মুহূর্তে আমরা চিন্তা করছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সমঝোতা, সমাধানের দিকে যেতে পারে। যদি না যায় তখন পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর