বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ

ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল ভোর থেকে গাবতলী, আমিনবাজার, ডেমরা, আবদুল্লাহপুর, যাত্রাবাড়ী, পোস্তগোলা, সাইনবোর্ড, সদরঘাটসহ ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে। বাস, মাইক্রোবাসসহ সব ধরনের পরিবহনে তল্লাশি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন যাত্রীদের পরিচয় জানতে চায় ও ব্যাগ তল্লাশি করে। এ ছাড়া আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালানো হয়েছে।

পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঢাকায় দুই দলের কর্মসূচি থাকায় কেউ যেন কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে এ কারণে তল্লাশি জোরদার করা হয়েছে। এসব স্থানে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। গতকাল সকাল থেকে দুই মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের অন্তত পাঁচটি তল্লাশি চৌকি দেখা যায়। এসব তল্লাশি চৌকিতে বাস ও যানবাহনের যাত্রীদের হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। সকাল থেকে সাইনবোর্ড, চিটাগাং রোড, মদনপুর, মেঘনা ও ভুলতা এলাকায় এ তল্লাশি চৌকি দেখা যায়। সরেজমিন দেখা যায়, সকাল থেকে ঢাকাগামী প্রতিটি যানবাহনের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। এ সময় কাউকে সন্দেহ হলে তাকে প্রশ্ন করেছে পুলিশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, কাউকে হয়রানি নয়, দুই দলের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় এ তল্লাশি চৌকি বসানো হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ায় তল্লাশি চালিয়েছে পুলিশ। গতকাল সকাল থেকে ঢাকার এ দুই প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি শুরু হয়। আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে এই তল্লাশি করা হয়। ঢাকার প্রবেশমুখ ডেমরার সুলতানা কামাল সেতুর পশ্চিম পাশে চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। বিভিন্ন যানবাহনে আসা ব্যক্তিদের নামিয়ে তল্লাশির পাশাপাশি হেঁটে ব্রিজ পার হওয়া ব্যক্তিদেরও তল্লাশি করা হয়েছে। এই পথ দিয়ে যারাই প্রবেশ করেছেন তাদের চেকপোস্টের কঠোর বাধা পার হতে হয়েছে। তবে কাউকে হয়রানি করা হয়নি বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর