শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
ফিলিস্তিনে হামলা

আজ মসজিদে দোয়া কাল রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় আগামীকাল এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। একই সঙ্গে আজ শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গতকাল সকালে তেজগাঁওয়ে সড়ক ভবন থেকে ভার্চুয়ালি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানান। এর পরই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ শুক্রবার মসজিদে দোয়ার পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। উল্লেখ্য, গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজারের ওপরে আর আহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি।

সর্বশেষ খবর