শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের পরবর্তী মিশন মুম্বাইয়ে

বোম্বাই দ্বীপ, পারেল, মাজাগাঁও, মাহিম, কোলাবা, বরলি ও ওল্ড ওম্যান’স আইল্যান্ড বা লিটল কোলাবা- আরব সাগরের এই সাত দ্বীপ নিয়ে মুম্বাই। ষোড়শ শতকে পর্তুগিজরা শহরটিকে ডাকত বোম্বাইয়ান বলে। ইংরেজরা দখল করার পর বলত বোম্বে। শত শত বছর এ নামেই পরিচিত ছিল শহরটি। মারাঠা রাজ্যের রাজধানী হলেও অধিবাসীরা বোম্বে বলতে পারত না। তাই ১৯৯৫ সালে রাজ্য সরকার বোম্বের নাম পরিবর্তন করে রাখে মুম্বাই। দেশটির সবচেয়ে জনবহুল শহরটি আবার ভারতের বাণিজ্যিক নগরী। দেশটির সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি ‘বলিউড’ মুম্বাই শহরের আলাদা পরিচিতি এনে দিয়েছে বিশ্বব্যাপী। এ শহরে সাকিব আল হাসানের বাংলাদেশের পরবর্তী মিশন। ২৪ অক্টোবর ওয়াংখেড় স্টেডিয়ামে ‘চোকার্স’           দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ। খেলবে টানা তিন হারের তিক্ত স্বাদ নিয়ে। মুম্বাই মিশন শেষে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে টাইগাররা যাবে কলকাতায়। চাণক্যের কলকাতায় ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তান ম্যাচ। এরপর ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর পুণেতে পাঁচবারের অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপের লিগ পর্বের মিশন। পুণেতে বিরাট কোহলির সেঞ্চুরির কাছে হেরে গেছে বাংলাদেশ। ভারতের সাবেক অধিনায়ক ১০০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে টাইগারদের শিখিয়ে দিয়েছেন, হাফসেঞ্চুরির ইনিংসগুলোকে কীভাবে সেঞ্চুরির ইনিংস বানাতে হয়। ভারতের কাছে হারের পর ম্যাচের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘হাফসেঞ্চুরির ইনিংসগুলোকে বড় করতে হবে। বিশ্বের অন্য দেশগুলোর ক্রিকেটাররা হাফসেঞ্চুরির ইনিংসগুলোকে ১০০, ১২০, ১৫০ রানে নিয়ে যায়। বড় ইনিংস খেলার মানসিকতা তৈরি করতে হবে আমাদের।’ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পরের তিন ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পায়নি। টানা তিন হারের পরও কাগজেকলমে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে টাইগারদের। এ জন্য অবশিষ্ট পাঁচ ম্যাচের সব জিততে হবে। ভারপ্রাপ্ত টাইগার অধিনায়ক নাজমুল বলেন, ‘একটি জয় সব মোমেন্টাম চেঞ্জ করে দেবে। আমরা সেই জয়ের অপেক্ষায়। এখনো মনে করি ৩-৪টি ম্যাচ জেতা সম্ভব।’

কুঁচকির টানের জন্য ভারত ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। অথচ মিডিয়ার মুখোমুখিতে সাকিব প্রসঙ্গে নাজমুল শান্ত বলেন, ‘ম্যাচের আগের রাতে সাকিব ভাইয়ের না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। পরের ম্যাচের আগে বেশ কয়েকদিন বিশ্রামে আছে। আশা করছি, সাকিব ভাই সুস্থ হয়ে উঠবেন।’ চেন্নাইয়ে নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকিতে ব্যথা পান। সেই ব্যথা নিয়ে ব্যাটিংয়ের পাশাপাশি পুরো ১০ ওভার বোলিং করেন।

ভারত ম্যাচে সাকিব না থাকায় দলের ব্যাটিং ও বোলিং শক্তি হ্রাস পায় নিঃসন্দেহে। অবশ্য দারুণ খেলছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত ম্যাচে ৩৮ রান করার পথে দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রানের মাইলফলক গড়েন মুশফিক। ৩৩ ম্যাচে তার রান ১০৩৪। পাঁচটি বিশ্বকাপ খেলা মুশফিক চলতি আসরে চার ম্যাচে দুটি হাফসেঞ্চুরিসহ ১৫৭ রান করেছেন। ইংল্যান্ড ম্যাচে ৫১ ও নিউজিল্যান্ড ম্যাচে ৬৬ রান করেন সাবেক অধিনায়ক। লিটন হাফসেঞ্চুরি করেছেন দুটি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ ও ভারতের বিরুদ্ধে ৬৬ রান করেন। চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে ব্যর্থতার পর ভারতের বিরুদ্ধে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন ১৪.৪ ওভারে ৯৩ রান যোগ করেন। তানজিদ ৪৩ বলে ৫১ ও লিটন ৬৬ রান করেন। ভালো খেলছেন মাহমুদুল্লাহ। দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগকে কাজে লাগান মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ড ম্যাচে অপরাজিত ছিলেন ৪১ রানে। ভারত ম্যাচে করেন ৪৬ রান।

ব্যাটাররা রানে ফিরছেন। ছন্দে ফিরছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে মুম্বাইয়ে রান করলেই হেসে মাঠ ছাড়তে পারবেন টাইগাররা।

সর্বশেষ খবর