সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউ দল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউ দল

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল আসবে। তবে সরকার তাদের খরচ বহন করবে না। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে, তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেট সমস্যা। তারা এ জন্য সাতজনের একটি প্রতিনিধি দল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে তাদের আনব না। তবে এখানে থাকাকালীন যেসব খরচ সেটি দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তাদের খাওয়া-দাওয়াসহ অন্যান্য লজিস্টিক ব্যয় বহন করবে সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম সম্মেলনে অংশগ্রহণের জন্য আগামীকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে তিন দিনের সফরে তিনি বেলজিয়াম যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

সর্বশেষ খবর