সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টানা ছয় জয় ভারতের

ব্যাটিং বিপর্যয়ের পর বোলিং তান্ডব

লক্ষ্নৌতে খেলা। পুরো ভারতের নজর ছিল লক্ষেèৗর দিকে। প্রিয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলা দেখতে কলকাতাবাসী নজর রেখেছিল টেলিভিশন পর্দায়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক রোহিত রান করেছেন। কিন্তু ছন্দে থাকা কোহলি সাজঘরে ফেরেন শূন্য রানে। বিশ্বকাপ ক্যারিয়ারে এই প্রথম শূন্য রান করেন কোহলি। তবে ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনিই। গতকাল লক্ষেèৗতে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারত ১০০ রানে হারিয়েছে ইংল্যান্ডকে।  প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রত্যয়ী ব্যাটিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান করে। রোহিত ৮৭ রান করেন ১০১ বলে ১০ চার ও ৩ ছক্কায়। কোহলি ৯ বল ক্রিজে থাকলেও আউট হন শূন্য রানে। কোহলি ২০১১ সাল থেকে বিশ্বকাপ খেলছেন। গত তিনটি বিশ্বকাপে কখনোই শূন্য রানে ফেরেননি। এবারও প্রথম পাঁচ ম্যাচে ছিলেন দারুণ ছন্দে। প্রথম পাঁচ ম্যাচে কোহলি রান করেছেন যথাক্রমে ৮৫, ৫৫, ১৬, ১০৩ এবং ৯৫। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা ছিল গতকালও তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে রান করবেন। কিন্তু ব্যক্তিগত শূন্য রানে লেগ বিফোর হন ডেভিড উইলির বলে। বিশ্বকাপে এবার প্রথম হলেও ক্যারিয়ারে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন। ভারতের পক্ষে রাহুল ৩৯ ও সূর্যকুমার যাদব ৪৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে উইলি ৩টি এবং ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি করে উইকেট শিকার করেন। অল্প রান হলেও ভারতীয় বোলারদের আগুনে পোড়েন ইংলিশ ব্যাটাররা। ৩৪.৫ ওভারে মাত্র ১২৯ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সামি। তিনি ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। জশপ্রীত বুমরাহ ৩টি এবং কুলদ্বীপ যাদব ২টি উইকেট শিকার করেন। এ জয়ে ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ভারত। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ খবর