শিরোনাম
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
নাইকো দুর্নীতি মামলা

সাক্ষ্য দিতে কানাডার দুই পুলিশ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় সাক্ষী দিতে বাংলাদেশে পৌঁছেছেন কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের দুই সদস্য। আজ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে তারা সাক্ষ্য দেবেন। গতকাল অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খানের সঙ্গে এই দুই বিদেশি সাক্ষী বৈঠক করেছেন। খুরশীদ আলম খান নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার রাত ১১টায় তারা ঢাকায় পৌঁছান বলে জানা            গেছে। এই দুই বিদেশি সাক্ষী হলেন- কানাডিয়ান রয়েল পুলিশের সদস্য কেবিন দুগ্্গান ও লয়েড শোয়েপ।

এর আগে ১৯ অক্টোবর মামলার বিচারক শেখ হাফিজুর রহমান নাইকো দুর্নীতি মামলায় ঢাকায় এসে সাক্ষী দিতে কানাডিয়ান রয়েল পুলিশের এই দুই সদস্যের প্রতি সমন জারি করেন। তার আগে ১৭ সেপ্টেম্বর তিন বিদেশিকে এই মামলায় সাক্ষী করার বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন আদালত। কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৯ মার্চ আদালত খালেদা জিয়াসহ আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

সর্বশেষ খবর