মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না

নিজস্ব প্রতিবেদক

কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না

অলি আহমদ

বিএনপির ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি এলডিপির নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না।

গতকাল এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, ‘এলডিপির সর্বস্তরের নেতা-কর্মী আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে অবরোধ সফল করবেন। আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে হবে। সাংবিধানিক অধিকার ও মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করাই আমাদের লক্ষ্য।’

 

সর্বশেষ খবর