মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অস্ত্রোপচার শেষে পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রোপচার শেষে পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচারের পর তাঁকে কেবিনে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচারের প্রভাব কী পড়ছে, সে ব্যাপারে বুঝতে আরও সপ্তাহ দুয়েক চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার সফলভাবে করা হয়। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, এই অস্ত্রোপচারের ফলে লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হতে পারে। উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার চিকিৎসকদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসক সমন্বয় করে খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার করেন। যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকদের দুজন শুক্রবার দিবাগত রাতেই ফিরে গেছেন। গত শনিবার গেছেন অপরজন।

এই বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন। গত ৯ আগস্ট থেকে প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

সর্বশেষ খবর