মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে

মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে বিল পাসের সমালোচনা করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি প্রশ্ন করেন, ‘আমার আশঙ্কা হচ্ছে সরকার কি নিজের ওপর আস্থা হারিয়েছে? নাকি সরকার ধরেই নিয়েছে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বা পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না?’ গতকাল জাতীয় সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল’, ২০২৩-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মোকাব্বির খান বলেন, ‘সরকার অনেকগুলো পুরনো আইনকে যুগোপযোগী করার চেষ্টা করছে, এটি ইতিবাচক। তবে সরকারের শেষ সময়ে এসে কোন আইন, কখন আসছে, কখন পাস হচ্ছে, তা বলা মুশকিল।’

সর্বশেষ খবর