মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু, দুই গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে আজ সকালে শুরু হচ্ছে বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচি। শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

২৮ অক্টোবর দলটির মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি অবরোধ কর্মসূচি    পালন করবে। রিজভী বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার মহাসমাবেশের আয়োজন করা হয়। হরতালের মতো এ কর্মসূচি সফলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতসহ একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সমমনা দলগুলো।

চট্টগ্রামে বাসে আগুন : চট্টগ্রাম নগরীর খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, রাতে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে। কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে বাসে আগুন : গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ জানান, রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে।

সর্বশেষ খবর