মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আলু আমদানির অনুমতি

নিয়ন্ত্রণের বাইরে পিঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

আলুর দাম বেড়ে প্রতি কেজি ৭০ টাকায় ওঠার পর অবশেষে প্রথমবারের মতো পণ্যটি আমদানির অনুমতি দিল সরকার। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতি দিয়ে বলেছে, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি না হওয়া এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে আলুর উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়াই অস্বাভাবিক বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া কোনো কোনো মহল আলুর বাজার অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত আছে বলে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে আলুর সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলুর দাম নিয়ে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, আলুর অস্বাভাবিক দাম কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যে পরিমাণ আলু মজুদ আছে তাতে দাম এত হওয়ার কথা নয়। কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে।

নিয়ন্ত্রণের বাইরে পিঁয়াজের দাম : দুই দিনের ব্যবধানে পিঁয়াজের দাম প্রতি কেজিতে ৫০ টাকা বেড়েছে। ৯০ টাকা কেজি দরের দেশি পিঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। আমদানিকৃত পিঁয়াজের দাম প্রতি কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মূল্যবৃদ্ধির কারণে গত মে মাসে পিঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এতে করে দাম কিছুটা সহনীয় ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর