বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা উল্লেখ করেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন। বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্বিচার আটক থেকে বিরত থাকতে জাতিসংঘ মহাসচিব আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন তার মুখপাত্র। মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, আমরা (যুক্তরাষ্ট্র) তার নিন্দা জানাই। আমরা কর্তৃপক্ষকে সেদিনের সমাবেশের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে উৎসাহিত করি। মিলার বলেন, ‘একজন পুলিশ অফিসার, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা, একটি হাসপাতাল ও বাসে আগুন দেওয়ার খবর যেমন অগ্রহণযোগ্য, তেমনি সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর আক্রমণও অগ্রহণযোগ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল ও সরকারের বলে মন্তব্য করেন মিলার।

সর্বশেষ খবর