বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
গার্মেন্টস সংকটের সমাধান কোথায়

বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা

শফিউল ইসলাম মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পাঁচ বছর পরপর মজুরি বোর্ডের সভা বসে। কিন্তু নির্বাচনের আগে হওয়ায় দেশি-বিদেশি একটি চক্র এই সময়ের সুযোগ নিতে চাইছে। অনেক ষড়যন্ত্র ভর করেছে এই খাতে। এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। তা না হলে বন্ধ হতে পারে অনেক কারখানা। গতকাল উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে দেশে ঋণখেলাপি হওয়া একটি বড় সমস্যা। অনেক মালিকই ভয়াবহ ঝুঁকি নিয়ে কারখানা চালাচ্ছেন। কিন্তু চলমান সংকটের কারণে সেই ঝুঁকি আরও বেড়েছে। এতে করে অনেক পোশাক মালিক হয়তো আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, এই খাতকে সব ধরনের ষড়যন্ত্রের ঊর্ধ্বে রাখতে হবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে এ খাতের সুনাম ধরে রাখতে হবে। এই খাত দেশের অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন আমাদের মালিক ও শ্রমিক সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আমাদের আরও সহনশীল হতে হবে। কৌশলী হতে হবে।

সর্বশেষ খবর