বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আব্বাস ও আলাল পাঁচ দিন রিমান্ডে

আদালত প্রতিবেদক

আব্বাস ও আলাল পাঁচ দিন রিমান্ডে

পুলিশের হাতে গ্রেফতার   বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে পাঁচ দিন করে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দেন।

এর আগে আসামিদের পৃথকভাবে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা। এ সময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। পল্টন থানার মামলায় গ্রেফতার হওয়া সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রিমান্ড আবেদন বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। রিমান্ড শুনানিতে মোয়াজ্জেম হোসেন আলাল নিজে বলেন, তিনি অসুস্থ। কিডনির সমস্যা রয়েছে। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে তার জামিন আবেদন মঞ্জুর করা হোক। এ সময় রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু। এর আগে মঙ্গলবার শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর