বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ ওমানের

কূটনৈতিক প্রতিবেদক

পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে যাওয়া সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তন করে কাজের সুবিধা বন্ধ করেছে ওমান। শুধু বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করেছে ওমান। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আরওপির এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে।

রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, পর্যটক ও ভ্রমণ ভিসায় যেসব বিদেশি ইতোমধ্যে ওমানে এসেছে, তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যারা ওমানে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে। আরওপির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সালতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। ওমান প্রবাসীরা জানান, প্রায় ৭,১৪,০০০ বাংলাদেশি প্রবাসী আছে এখানে। এতদিন সরাসরি ভ্রমণ ভিসা নিয়ে এসে কাজ করা যেত। ওমান কর্তৃপক্ষের ভাষ্যমতে অনেকে দালাল চক্রের খপ্পরে পড়ে কাজ না পেয়ে রাস্তায় অনাহারে দিনাতিপাত করছে। অনেকে বিভিন্ন ধরনের অনৈতিক ও নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়ছে। যা ওমানের পরিবেশ ও আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং তা ক্রমান্বয়ে বাড়তে থাকায় তারা উপায়ন্তরে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটির) তথ্য বলছে, চলতি বছরে ১৭ হাজার ৬৯৪ জন বাংলাদেশি কর্মী ওমান গেছেন। গত বছর ১ লাখ ৭৯ হাজার ৬১২ জন কর্মী দেশটিতে কর্মসংস্থানের জন্য গেছেন, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ কর্মী যাওয়ার রেকর্ড।

সর্বশেষ খবর