রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গতকাল উপাচার্য কার্যালয়ে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিকে উপাচার্য হিসেবে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির আশা-আকাক্সক্ষার প্রতীক। দেশের মানুষ এ অঞ্চলের মানুষ এ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে। তিনি বলেন, এদেশের রাজনীতি, সমাজনীতি অর্থনীতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নতির জন্য জ্ঞান সৃজন ও ব্যবহার, সবকিছুই এ বিশ্ববিদ্যালয়ের অবদান। একশো’ বছর ধরে করে আসা এসব কাজকে আমরা কোথাও কোথাও প্রাতিষ্ঠানিকতা দিতে পেরেছি, কোথাও কোথাও পারিনি। সেটি নিশ্চিতে আমরা সৃজনশীল কাজ করবো। এর আগে দায়িত্ব হস্তান্তরের পর নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান বিদায়ী উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ সমিতির নেতৃবৃন্দ। পরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানায়। ড. এ এস এম মাকসুদ কামাল তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এশিয়ায় উদ্ভাবনী ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় অনেক পেছনে। টাইমস হায়ার এডুকেশন তাদের মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করেছে। তাদের মূল্যায়নের ক্ষেত্রে ৬০ শতাংশ নম্বরই হলো গবেষণা ও গবেষণার পরিবেশ এবং গবেষণার গুণগত মানের উপর। অনেক গবেষণা হয়, কিন্তু সেটি মানসম্মত হয় না। তাই গবেষণার সংখ্যা নয়, তাদের মান কেমন, সেটিই হলো বিষয়। জাতিগঠনে সেটির ভূমিকা বা প্রভাব কতটুকু, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় এবং সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হিসেবে এ দায়িত্ব আমাদের সকলের। পরে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনশ্রদ্ধা নিবেদন করে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সর্বশেষ খবর