সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ট্রাম্পকে নিয়ে শঙ্কা নিউইয়র্ক টাইমসের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ট্রাম্পকে নিয়ে শঙ্কা নিউইয়র্ক টাইমসের

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেখিয়েছে, সামনের নভেম্বরে নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে আবারও ডোনাল্ড ট্রাম্প অধিষ্ঠিত হতে পারলে অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপ নেবেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাগজপত্রহীনদের ঢালাওভাবে গ্রেফতার এবং নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালীন ওইসব কাগজপত্রহীন অভিবাসীকে দুর্গম এলাকার কারাগারে আটক রাখা হবে। সীমান্তে দেয়াল নির্মাণের কার্যক্রম পুরোদমে শুরু করা হবে। একই সঙ্গে পারিবারিক কোটা এবং দক্ষতাসম্পন্ন বিদেশিদের ভিসা একেবারেই সংকুচিত করা হবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ অভিবাসন নীতির আলোকে ১১ নভেম্বর নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, প্রথম টার্মের মতো আবারও মুসলিম বিশ্বের নাগরিকদের ভিসাবিরোধী নির্বাহী আদেশ জারি করতে তিনি কালক্ষেপণ করবেন না। এরই মধ্যে যারা যুক্তরাষ্ট্রে ঢুকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা কিংবা রিফিউজি হিসেবে বসবাসের আবেদন করেছেন- সেসব মুসলমানের আবেদন নাকচ করে সরাসরি নিজ দেশে পাঠানোর পদক্ষেপ নেবেন তিনি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ১৬-১৭ বছরের অধিক সময় ধরে সম্পূর্ণ বেআইনিভাবে সোয়া কোটির অধিক বিদেশি যুক্তরাষ্ট্রে রয়েছেন। এর সঙ্গে গত তিন বছরে যোগ হয়েছে আরও ২০-২২ লাখ বিদেশি। অর্থাৎ যারা ওয়ার্ক পারমিট ছাড়া বসবাস করছেন-তাদের গ্রেফতার ও দ্রুত বহিষ্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। এ জন্য তিনি অভিবাসন দফতরে প্রয়োজনসংখ্যক এজেন্ট নিয়োগ করবেন। প্রয়োজনে ন্যাশনাল গার্ডকে গ্রেফতারের দায়িত্ব দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর