মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

গার্মেন্টে অস্থিরতা চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্টে অস্থিরতা চায় বিএনপি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ তারিখ কিছু করতে না পেরে এখন গার্মেন্টে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিএনপি।

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে গতকাল রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার এক লাফে ৫৬ শতাংশ বেতন বৃদ্ধি করে সাড়ে ১২ হাজার টাকার প্রজ্ঞাপন জারি করেছে। ওদের কোনো কোনো সংগঠন দাবি করেছে ২৫ হাজার টাকা দিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর এতগুলো পরীক্ষা দিয়ে যখন কেউ বিসিএসে জয়েন করে বেতন শুরু হয় ২২ হাজার টাকা দিয়ে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ব্যাংকে চাকরি শুরু হয় ২০ হাজার টাকায়। আগে ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। শ্রমিক সংগঠনের যারা পরিচয় দিচ্ছে ওরা কেউ শ্রমিক না। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ।

সর্বশেষ খবর