শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দু-এক দিনের মধ্যে ডোনাল্ড লুর চিঠির জবাব দেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

সংলাপ নিয়ে যুক্তরাষ্ট্র যে চিঠি দিয়েছে, তার জবাব দু-এক দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি নিয়ে আমি বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। চিঠির জবাব আমরা দু-এক দিনের মধ্যেই দেব।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিঠি দেওয়ার পর আওয়ামী লীগ সংলাপের কোনো চিন্তাভাবনা করছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সংলাপের সময় এখন আর নেই। নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। কারও জন্য নির্বাচনের দরজা বন্ধ হয়নি।

প্রসঙ্গত, গত বুধবার দেশের বড় তিনটি দলকে ‘পূর্বশর্ত ছাড়া’ সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি হস্তান্তর করেন।

সর্বশেষ খবর