শিরোনাম
শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ আগুনে পুড়ল বাস-ট্রাক-ভটভটি

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রাক ও ভটভটিতে আগুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাক, ঢাকা-মাওয়া সড়কে যাত্রীবাহী বাস ও বগুড়ার কাহালুতে খড়বোঝাই ভটভটিতে আগুনের ঘটনা ঘটেছে। এসব আগুনে বড় ধরনের কোনো ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।

চট্টগ্রাম : সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক আগুনে পুড়ে গেছে। গতকাল ভোরে উপজেলার বানুরবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে রহস্যজনকভাবে আগুন ধরে যায়। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বানুরবাজার এলাকায় গতকাল ভোররাতে একটি গ্যারেজের সামনে রাখা ট্রাকে রহস্যজনকভাবে আগুন ধরে যায়। কী কারণে ট্রাকে আগুন ধরেছে তা আমরা খতিয়ে দেখছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় গতকাল দুপুরে যাত্রীবাহী বাসে আগুনে তিন যাত্রী দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানায়, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি দুপুর সোয়া ১২টায় ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ আগুন লাগে।

বগুড়া : পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বগুড়ার কাহালুতে খড় বোঝাই ভটভটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেওগ্রাম-তালোড়া সড়কের ডিপতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর