সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সঙ্গী খুঁজে বেড়াচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

সঙ্গী খুঁজে বেড়াচ্ছে সরকার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার দেউলিয়া হয়ে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোথাও সাড়া না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতাকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হালুয়া-রুটির ভাগ পেতে কয়েকজন গেলেও মাঠপর্যায়ের নেতা-কর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। গতকাল সকালে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে সপ্তম দফা অবরোধের প্রথম দিনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বিকালে ভার্চুয়ালি এক প্রেস ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪১০ জনের বেশি নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন বলে তিনি দাবি করেন প্রতিবেশী দেশের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ভারত সরকার ও সে দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এ সরকারকে নগ্নভাবে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সকাল ৭টায় বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিলটিতে নেতৃত্ব দেন রিজভী। মিছিলটি বনানী মাঠ থেকে শুরু করে কাকলীতে এসে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

সর্বশেষ খবর