মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চায় কমিশন

৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ডিসিদের চিঠি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়ের কাছে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন। ৭ জানুয়ারির ভোটের আগে-পরে পাঁচ দিনের জন্য দায়িত্ব পালন করবেন তারা। ইসির আইন শাখার উপসচিব আবদুছ সালাম ইতোমধ্যে এ-সংক্রান্ত চিঠি আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন। এতে ৩০০ আসনের জন্য উপজেলাভিত্তিক, সিটি এলাকায় ওয়ার্ডভিত্তিক একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ৮০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, ৬৫৩ জন বিচারিক হাকিম কাজ করবেন পাঁচ দিন। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরে দুই দিন তারা নিয়োজিত থাকবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোট কেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা- এসব অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। এসব নির্বাচনী অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ইতোমধ্যে ৩০০ নির্বাচনী এলাকায় ৩০০ জনকে দিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি করা হয়েছে।

৮০২ ম্যাজিস্ট্রেট নিয়োগে বিভাগীয় কমিশনার-ডিসিদের চিঠি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ৮০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে সম্প্রতি পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালন করতে প্রত্যেক নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। প্রতি উপজেলায় একজন করে তবে ১৫ বা এর বেশি ইউনিয়ন রয়েছে এমন উপজেলায় দুজন করে, এ শ্রেণির জেলা সদরের পৌরসভায় একজন তবে ওয়ার্ড ৯টির বেশি হলে দুজন করে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ১০ জন, খুলনা সিটি করপোরেশনে ছয়জন, গাজীপুর সিটি করপোরেশনে চারজন এবং অন্যান্য সিটি করপোরেশনে তিনজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে বলেও চিঠিতে নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ২৩ নভেম্বর ৮০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর