বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
দুবাইয়ে সম্মেলন শুরু আজ

গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক

গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ক্ষতিপূরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আজ শুরু হচ্ছে ২৮তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৮)। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয় আলোচনা করতে প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের এই শীর্ষ জলবায়ু সম্মেলন চলবে।

এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ১৫০ রাষ্ট্রপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। তাঁর পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন জন কেরি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ততার কারণে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ বাংলাদেশ থেকে শতাধিক পরিবেশ কর্মী জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে লড়াই চলছে, তার পটভূমিতে দাঁড়িয়ে প্রতিবারের মতো এবারের সম্মেলনেও বেশকিছু প্রত্যাশা থাকবে বিশ্ববাসীর। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক লড়াইয়ের প্রশ্নে কার্যকর উদ্যোগের অবতারণা ঘটবে বলেও প্রত্যাশা থাকবে। জলবায়ু অর্থায়ন (ক্লাইমেট ফান্ডিং) বৃদ্ধির পাশাপাশি জ্বালানি স্থানান্তরের (জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে নবায়নযোগ্য উৎসের সন্ধান) বিষয়ও গুরুত্ব পাবে সম্মেলনে।

সর্বশেষ খবর