শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। মার্কিন সময় বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।

পর্যবেক্ষক পাঠানো বিষয়ক প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র বলেন, জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, আমরা খুব কম ক্ষেত্রেই সুনির্দিষ্ট ম্যান্ডেট (আদেশ বা অনুরোধ) ছাড়া এটি (পর্যবেক্ষক পাঠানো) করি। বাংলাদেশে মানবাধিকার ও নির্বাচনের আগের পরিবেশ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বিষয়ক প্রশ্নের জবাবে ডুজারিখ বলেন, আমরা এইচআরডব্লিউ এবং অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছি। আসন্ন নির্বাচনে জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, তারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়া স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেটা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।

সর্বশেষ খবর