শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
আচরণবিধি লঙ্ঘন

হুইপ সামশুল হকসহ কয়েকজনকে তলব

নিজস্ব প্রতিবেদক

আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় হুইপ সামশুল হক চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কয়েকজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। অন্যদিকে, ক্রিকেটার সাকিব আল হাসান ও স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীসহ কয়েকজন আগের দিন পাওয়া নোটিসের জবাব গতকাল দিয়েছেন। চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ায় হুইপ সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ এই নোটিস দেন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আগামী রবিবারের মধ্যে আদালতে সশরীরে এসে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, আচরণবিধি ভঙ্গ ও সাংবাদিককে মারধরের বিষয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। গতকাল নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এমপি মোস্তাফিজুর রহমানের পক্ষে শোকজের লিখিত জবাব দেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার নির্বাচন অনুসন্ধান কমিটির বৃহস্পতিবার দেওয়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জবাব দিতে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়েছিলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। মাগুরা জজ আদালত থেকে বেরিয়ে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, গত ২৯ তারিখে আমি ঢাকা থেকে মাগুরায় আসলে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটা একটি অনাকাক্সিক্ষত ঘটনা। এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আমি নির্বাচনি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে এই প্রথম ও নতুন। আগামীতে যেন এ রকম ঘটনা না ঘটে সেদিকে আমি দৃষ্টি রাখব। ফরিদপুর প্রতিনিধি জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছেন ফরিদপুর-৪ (চরভদ্রাসন-ভাঙ্গা-সদরপুর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গতকাল বিকাল ৩টার দিকে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর কাছে তিনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত ব্যাখ্যা প্রদান করেন। পরে মজিবুর রহমান চৌধুরী নিক্সন জানান, তিনি কোনো আচরণবিধি ভঙ্গ করেননি। তিনি যখন মনোনয়নপত্র জমা দেন তখন কোথা থেকে এত লোক এসেছে তা তার জানা নেই। তিনি আয়োজন করে কোনো কিছুই করেননি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আচরণবিধি না মেনে শোডাউন করে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলা) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হারুন-অর-রশিদ গত বৃহস্পতিবার এ নোটিস দেন।

কক্সবাজার প্রতিনিধি জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান। অভিযোগে দাবি করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত আবদুস সোবহান গোলাপ গাড়িবহরসহ বহিরাগত ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল, বাদ্য যন্ত্র, বাঁশি বাজিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সর্বশেষ খবর