সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

লোকদেখানো পদক্ষেপে কিছুই হবে না

ড. বদিউল আলম মজুমদার

লোকদেখানো পদক্ষেপে কিছুই হবে না

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের লোকদেখানো কঠোর পদক্ষেপ নির্বাচনের গুণগত পরিবর্তন আনবে না। এমনকি নির্বাচনি ফলাফলেও কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা বলেন।  এ নির্বাচন বিশ্লেষক বলেন, ইউএনও আর ওসিদের বদলি করে কী হবে? নির্বাচনের মূল দায়িত্বে থাকেন ডিসি-এসপিরা। লোকদেখানো পদক্ষেপ বা পরিবর্তন বা বদলি নির্বাচনে কোনো গুণগত পরিবর্তন আনবে না। কারণ এবারের নির্বাচনটাই হচ্ছে প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে। প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে ক্ষমতাসীন দলের ডামি প্রার্থী এবং তাদের পছন্দের কিংস পার্টির মনোনীত প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচন হচ্ছে। এ অবস্থায় প্রায় সব আসনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী হওয়া প্রায় নিশ্চিত। ইসি কীভাবে নিরপেক্ষ ভোট করবে প্রশ্নে তিনি বলেন, এটা তো কোনো নিরপেক্ষ হলো না। বাংলাদেশের রাজনীতিতে দুটি ব্র্যান্ড- আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপিকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের ফলাফল কী হবে? সেটা শুধু ঘোষণার বাকি। এসব লোকদেখানো কঠোর অবস্থানের ফলে নির্বাচনি ফলাফলে কোনো পরিবর্তন হবে না। নির্বাচনকালীন ইসি জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর কন্ট্রোল রাখতে পারবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, কয়েকজনকে তথা যাদের ঘুরিয়ে-ফিরিয়ে বদলি করা হয়, তারা তো সবাই পক্ষপাতদুষ্ট; সবাই তো দলীয়। তিনি বলেন, নোটিস দিয়ে লাভ নেই। কারণ এটা কোনো নির্বাচনই হচ্ছে না। নির্বাচন সংজ্ঞাগতভাবেই হলো বিকল্প থেকে বেছে নেওয়া। সেটা কী ধরনের বিকল্প। যথার্থ বিকল্প। এখন তো যথার্থ বিকল্প মাঠেই নেই। আসলে এটা নির্বাচন নির্বাচন খেলা। এক অর্থে দেশের জনগণের সঙ্গে একটা মশকরা।

 

সর্বশেষ খবর