সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে জয় মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে জয় মেয়েদের

প্রথমে ব্যাটিংয়ে মুরশিদা খাতুন। পরে বোলিংয়ে স্বর্ণা আক্তার। দুই তারকার নজরকাড়া পারফরম্যান্সে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ১৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৬ ডিসেম্বর দ্বিতীয় টি-২০ ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। নিগার সুলতানার নেতৃত্বে মহিলা ক্রিকেট দল এখন স্প্রিংবকদের দেশে। গতকাল বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ। ১৩ রানে জিতেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টস জিতে ব্যাট করে ওপেনার মুরশিদা খাতুনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ২০ ওভারে সংগ্রহ করে ২ উইকেটে ১৪৯ রান। জবাবে স্বাগতিকরা ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে। মুরশিদা শুরু থেকে শেষ ব্যাট করে অপরাজিত থাকেন ৬২ রানে। ৩৬ টি-২০ ক্যারিয়ারে এটা মুরশিদার চার নম্বর হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৭৭ রান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ব্যাট করতে নেমে দুই ওপেনার মুরশিদা ও শামীমা সুলতানা ৬.৫ ওভারে ৪৪ রানের ভিত দেন। শামীমা ২৪ বলে ২৪ রান করে আউট হন ৪ চার ও এক ছক্কায়। মুরশিদা ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায়। তিনি অধিনায়ক নিগার সুলতানা ৭ ওভারে ৬৬ রান যোগ করেন। শেষ ৫ ওভারে স্কোর কার্ডে যোগ হয় ৫২ রান। নিগার ১৬১.৯০ স্ট্রাইক রেটে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ২১ বলে ৬ চারে। ১৫০ রানের টার্গেটে স্বর্ণার লেগ স্পিনে ৮ উইকেটে ১৩৬ রান করে। স্বর্ণা ৪ ওভারে ২৮ রানের খরচে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

 

 

সর্বশেষ খবর