শিরোনাম
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের সিরিজ জয়ের মিশন

ক্রীড়া প্রতিবেদক

‘বাংলাদেশ-নিউজিল্যান্ড’ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হচ্ছে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দুই ম্যাচের এই সিরিজে সিলেটে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। এই ম্যাচে জয় কিংবা ড্র করলেই নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারানোর মধুর স্বাদ পাবে বাংলাদেশ।

সিলেট টেস্ট অলরাউন্ড পারফর্ম করে নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তাইজুল ইসলামের ঘূর্ণি এবং শান্তর ব্যাটিংয়ে ১৫০ রানের জয় পেয়েছিল স্বাগতিকরা। মিরপুরেও স্পিন আক্রমণ দিয়ে কিউইদের নাস্তানাবুদ করার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গতকাল মিরপুর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাতুরাসিংহে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের কম্বিনেশনে কোনো পরিবর্তন আসছে না। স্পিন দিয়েই নিউজিল্যান্ডকে হারানোর ছক আঁকছেন। তবে প্রথম ম্যাচে হারলেও এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে প্রত্যয়ী ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন টিম সাউদি। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে কিউই ব্যাটাররা সুবিধা করতে পারেননি। কিউই স্পিনাররাও আহামরি কিছু করতে পারেননি। তবে এ ম্যাচ নিয়ে সতর্ক সাউদি। সিলেটে স্পিনে তাইজুলের সঙ্গে দারুণ ভূমিকা ছিল মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের। এই স্পিনত্রয়ীই শেষ করে দিয়েছে কিউইদের ব্যাটিংয়ের মেরুদ । মিরপুরেও তাদের ওপর আস্থা রাখছে স্বাগতিকরা। বাংলাদেশ দল উইনিং কম্বিনেশনই রাখছে। যদি গতকাল ইনডোরে ব্যাটিং করার সময় আঙুলে আঘাত পেয়েছেন। তবে ইনজুরি গুরুতর নয়। পরিবর্তন দেখা যেতে পারে নিউজিল্যান্ড দলে। এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে। এ ম্যাচে পরাজিত হলে সিরিজ হারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটা পিছিয়ে পড়বে নিউজিল্যান্ড। তাই মিরপুর টেস্টকে যেন ‘ডু অর ডাই’ হিসেবে নিয়েছেন সফরকারীরা। বাংলাদেশও নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারানোর এই দারুণ সুযোগ হাতছাড়া করতে চায় না। কোচ হাতুরাসিংহেও তার শিষ্যদের বার্তাটা দিয়ে দিয়েছেন- এই ম্যাচে কোনোভাবেই হারা যাবে না! জয়ের জন্য মরিয়া হয়েই খেলবেন নামবে টাইগাররা।

সর্বশেষ খবর