শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফায়ার সার্ভিসের সেবা অত্যন্ত চ্যালেঞ্জিং

নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিসের সেবা অত্যন্ত চ্যালেঞ্জিং

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ফায়ার সার্ভিসের সেবা অত্যন্ত চ্যালেঞ্জিং। হঠাৎ অগ্নিকা- বা ভূমিকম্প হতে পারে। সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের তৈরি থাকতে হয়। বিজিবি-পুলিশসহ সব সেক্টরেই নারীরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করলেও এতদিন ফায়ার সার্ভিসে ছিল না নারী অগ্নিসেনা। প্রথম ব্যাচের নারী সদস্যরা এখানেও ভালো করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসে যোগ দেওয়া প্রথম ব্যাচের ১৫ মহিলা ফায়ার ফাইটারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী অগ্নিসেনাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যাধুনিক সরঞ্জামাদি দিয়ে ফায়ার সার্ভিসকে সমৃদ্ধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর