শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
মুজিবুল হক চুন্নু

আসন বণ্টনের খুব একটা প্রয়োজন মনে করছি না

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বুধবার রাতে আমাদের বৈঠক হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও মনে করছি না। গতকাল বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চুন্নু বলেন, আলোচনাটা ভালো পরিবেশে হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ভালো মনোভাব আছে। তবে গত পাঁচ বছরের নির্বাচনে অভিজ্ঞতা সুখকর নয়। এখনো সুষ্ঠু নির্বাচন নিয়ে ভয় আছে। তাই আমরা আর আসন ভাগাভাগি নিয়ে কথা বলিনি। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়েছি। তারা আশ্বস্ত করেছেন। আমরা বিশ্বাস করি এবার জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে। সারা দেশের মানুষ ভোট দিতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লব হয়ে যেতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সাবালক বলেছে, এ জন্যই আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর