শিরোনাম
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
আচরণবিধি লঙ্ঘন

ইসিতে আমুর ব্যাখ্যা মাহিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কাছে। বিধি লঙ্ঘন করায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে সশরীরে ইসিতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। গতকাল ইসিতে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। পরে ৩টা ২০ মিনিটে কমিশন থেকে বের হয়ে যান। তবে কমিশন ত্যাগ করার সময় আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো কথা বলতে চাননি। তিনি বলেন, ‘নো কমেন্টস’। অন্যদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে (শারমিন আক্তার নিপা) কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিসে আগামী রবিবার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জানা গেছে, আমির হোসেন আমুকে দেওয়া ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে আপনাকে অবহিত করা সত্ত্বেও ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনী প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। তলবের কারণ সম্পর্কে নির্বাচন কমিশনের পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, ‘ঝালকাঠি জেলা পাকহানাদারমুক্ত দিবস’ উদযাপন উপলক্ষে নলছিটি উপজেলা পরিষদ হলরুমে ৮ ডিসেম্বর বেলা ১১টায় এবং ঝালকাঠি পৌরসভায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় নির্ধারিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য ভ্রমণসূচি ঠিক করেন তার সহকারী একান্ত সচিব। কিন্তু অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাকে অনুরোধ জানান। তা উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেন আমির হোসেন আমু। নিজের পক্ষে ভোটও চান তিনি, যা আচরণবিধির লঙ্ঘন।  এ ছাড়া রাজশাহী-১ আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম  জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ স্বাক্ষরিত নোটিস গতকাল মাহিয়া মাহিকে পাঠানো হয়। কারণ দর্শানোর  নোটিসে উল্লেখ করা হয়, আচরণবিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে মাহিয়া মাহি ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান।

এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হয়েছে এবং মাহিয়া মাহি নিজেই ফেসবুকে প্রচার করেন। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। ওই আচরণের মাধ্যমে মাহিয়া মাহি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি ৬(ঘ) ও ১২ ধারা লঙ্ঘন করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এ ব্যাপারে কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, তা ১৭ ডিসেম্বর অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিসে।

সর্বশেষ খবর