শিরোনাম
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ওদের সময় বেশি নেই

নিজস্ব প্রতিবেদক

ওদের সময় বেশি নেই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনতার অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে যেতেই হবে। ওদের আর সময় বেশি নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, এ সরকার কি ভোট করছে? এটা তো বানরের পিঠা ভাগাভাগির মতো। ল্যাংড়া, কানা, খোঁড়া নিয়ে নির্বাচনের আয়োজন করছে সরকার। তারা নিজেরাই লাইনে দাঁড়িয়ে জটলা পাকিয়ে দেখাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে! আসলে এটা তো কোনো নির্বাচন নয়। এখন আওয়ামী লীগের জোট-মহাজোটের নেতাদের আসন ভাগাভাগি দেখলেই বোঝা যায় ওটা বানরের পিঠা ভাগাভাগি। এভাবেই সরকার এবারও নির্বাচনের নামে নাটক-সিনেমা করবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. আবদুস সালামের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএমএর সাবেক সভাপতি এ কে এম আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

মান্না বলেন, বিএনপি দেশে জনতার অভ্যুত্থান ঘটিয়েছে। যা সারা দেশে দেখা গেছে। এবার বিজয় শোভাযাত্রার মাধ্যমে সারা ঢাকা কেঁপে উঠবে। সরকারের পুলিশ বাহিনী যতই অত্যাচার করুক আমরা জায়গা ছাড়ব না। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন- বাংলাদেশের বিরোধীদের ওপর কেমন নির্যাতন চালানো হচ্ছে; আমরা সব খবর রাখি। সুতরাং ওদের আর সময় বেশি নেই।

সর্বশেষ খবর