সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নৌকায় উঠলেন মঞ্জু ইনু মেননরা

নিজস্ব প্রতিবেদক

নৌকায় উঠলেন মঞ্জু ইনু মেননরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। তারা নিজ নিজ দলের প্রতীক ছেড়ে নৌকায় চড়ছেন। অবশ্য মেনন ও ইনু আগেও নৌকা নিয়ে ভোট করেছেন ও বিজয়ী হয়েছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগরী ছেড়ে এবার বরিশাল-২ আসনে ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন। জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিরোজপুর-২ আসনে। এই তিন নেতাসহ শরিক দলের মোট ছয় প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করবেন। তারা হলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২, জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪ ও মোশারফ হোসেন লক্ষ্মীপুর-৪ আসন। জেপির প্রতীক বাইসাইকেল, ওয়ার্কার্স পার্টির প্রতীক হাতুড়ি, জাসদের প্রতীক মশাল। নির্বাচন কমিশনে জোট ও দলের প্রার্থীর হিসাব দিতে গিয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল বলেন, আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে পাঁচটিতে বাতিল হয়েছে। উচ্চ আদালতে গিয়েছেন সেই প্রার্থীরা। তিনি বলেন, এখন আওয়ামী লীগের বৈধ প্রার্থী ২৯৩। আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দেওয়া হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টির জন্য ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। সবমিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর