সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এশিয়া জয় যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া জয় যুবাদের

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অথচ এশিয়ার সেরা হওয়ার আক্ষেপ বয়ে বেড়িয়েছে এতদিন।

গতকাল দুবাইয়ে সেই আক্ষেপ, হতাশা দূর করেছে। বিজয়ের মাসে এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের আকাশসমান ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। টাইগার যুবাদের মুকুটে এখন যোগ হয়েছে বিশ্বসেরার পাশাপাশি এশিয়া সেরার পালক। ২০২০ সালে ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবারা যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার এশিয়া চ্যাম্পিয়ন হলো আমিরাতকে হারিয়ে। অবশ্য ২০১৯ সালে এশিয়া সেরার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় কান্না করে মাঠ ছেড়েছিল টাইগার যুবারা। ২০২৩ সালে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক ম্যাচসেরা আশিকুর রহমান শিবলি। খেলেছেন ১৪৯ বলে ১২ চার ও এক ছক্কায় ১২৯ রানের ফাইনাল সেরা ইনিংস। আসরে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। শিবলির সেঞ্চুরিতে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৮২ রান। হাফসেঞ্চুরির ইনিংস খেলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। ২৮৩ রানের টার্গেটে আমিরাত অলআউট হয় ২৪.৪ ওভারে ৮৭ রানে। যুব এশিয়া কাপের ফাইনালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধান। এর আগে ২০১৭ সালে আফগানিস্তান ১৮৫ রানে হারিয়েছিল পাকিস্তানকে। অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে ভারত সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন। সাতবার এককভাবে এবং একবার যুগ্মভাবে পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন। এ ছাড়া আফগানিস্তান ও বাংলাদেশ একবার করে জিতেছে শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  টস হেরে ব্যাটিং করে মাহফুজুর রহমান রাব্বির বাংলাদেশ। ১৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার জিশান। এরপর ২৫.৪ ওভারে ১২৫ রান যোগ করেন সেঞ্চুরিয়ান আশিকুর শিবলি ও রিজওয়ান। অলরাউন্ডার রিজওয়ান ১৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন ৪ চার ও এক ছক্কায়। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯৪ রানের ইনিংস খেলা আরিফুল ইসলাম গতকাল খেলেন ৫০ রানের ইনিংস। ৪০ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার। আশিকুর শিবলি খেলেন ১২৯ রানের ইনিংস। ১৪৯ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা। আসরে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার আশিকুর শিবলি খেলেছিলেন ১১৬ রানের ইনিংস। আসরে তার ব্যাট থেকে বেরোনো স্কোরগুলো- ৭১ আমিরাত, ৫৫* জাপান, ১১৬* শ্রীলঙ্কা, ৭ ভারত ও ১২৯ রান আমিরাত। সব মিলিয়ে যুব এশিয়া কাপে ৩৭৮ রান করে টুর্নামেন্ট সেরাও হয়েছেন আশিকুর রহমান শিবলি। ২৮৩ রানের টার্গেটে টাইগার যুবাদের বিধ্বংসী বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে আমিরাতের যুবারা। মারুফ মৃধা (৩/২৯), রোহানাত দৌলা বর্ষণ (৩/২৬), ইকবাল হোসেন ইমন (২/১৫) ও শেখ পারভেজ জীবনের (২/৭) বিধ্বংসী বোলিংয়ে ২৫.১ ওভার আগেই ৮৭ রানে অলআউট হয় সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯।

সর্বশেষ খবর